Wednesday, July 24, 2013

চোখের জলকে ঘৃণার আগুনে পরিণত করেছে শহীদের গ্রাম জামুড়িয়ার মধুডাঙা। মঙ্গলবার বর্ধমান জেলার মহিলানেত্রীরা মধুডাঙায় এসে শহীদ পরিবারের পাশে দাঁড়ালেন। শহীদ কমরেড শেখ হাসমতের বাড়ির উঠোন বলে কিছু নেই। রয়েছে ছোট্ট এক কুঠুরির একটা ঘর। প্রতিবেশীদের বাড়ির উঠানে জড়ো হয়েছিলেন অসংখ্য মহিলা। এক ছেলে এবং এক মেয়েকে পাশে নিয়ে দাঁড়িয়েছিলেন শহীদ-পত্নী মনুয়ারা বিবি। গ্রামের মানিক-সুকান্ত প্রাথমিক বিদ্যালয়ের বুথের দখল নিতে এসেছিল বহিরাগত তৃণমূলীরা। তাদের ছোঁড়া বোমায় ভোটের দিন সাতসকালে মৃত্যু হয় সি পি আই (এম) প্রার্থী মনুয়ারা বিবির স্বামী শেখ হাসমতের। রমজানের রোজা রেখেছিলেন কমরেড হাসমত। তাজা প্রাণের হাসমতের মৃত্যুতে রমজান যেন কেমন বেজান হয়ে গেছে এই গ্রামে, এই তল্লাটে। প্রথম রাজনৈতিক খুন প্রত্যক্ষ করলেন গ্রামের মানুষ তৃণমূলী ‘পরিবর্তন’-এর জমানায়।

Ganashakti

No comments:

Post a Comment