Saturday, July 13, 2013

সুপ্রিম কোর্টে ফের বেকায়দায় রাজ্য সরকার। এ বার কর্মী নিয়োগ নিয়ে। বামফ্রন্ট আমলে, ২০১০ সালে পশ্চিমবঙ্গ সরকার সেচ দফতরে চতুর্থ শ্রেণির পদে নিয়োগের জন্য ১ হাজার ৪৪৬ জনের একটি তালিকা প্রকাশ করে। এই তালিকাকে চ্যালেঞ্জ করে রাজ্য প্রশাসনিক ট্রাইবুন্যাল (স্যাট)-এ মামলা করেন দু’জন। নিয়োগ পদ্ধতি যথাযথ নয় বলে রায় দেয় স্যাট। এর পর কলকাতা হাইকোর্টও স্যাটের ওই রায় বহাল রাখলে নিয়োগ তালিকায় যাঁদের নাম ছিল, তাঁরা দ্বারস্থ হন সুপ্রিম কোর্টের। স্যাট ও হাইকোর্টের রায়ের প্রসঙ্গ তুলে রাজ্য সরকারের পক্ষ থেকে ওই তালিকা নিয়ে আপত্তি জানানো হয়। সুপ্রিম কোর্টের বিচারপতি এইচ এল দাত্তু এবং বিচারপতি দীপক মিশ্রের বেঞ্চ শুক্রবার এই মামলার শুনানি চলাকালে যে মন্তব্য করেছে, রাজ্য সরকারকে তা অস্বস্তিতে ফেলে দিয়েছে। মামলাটির রায় ঘোষণা হতে পারে কাল। তবে তার আগে বিচারপতিরা আজ মত প্রকাশ করেছেন, ২০১০ সালে যাঁদের নাম নিয়োগের জন্য তালিকভুক্ত হয়েছিল, অবিলম্বে তাঁদের নিয়োগ করা উচিত।

আনন্দবাজার পত্রিকা - রাজ্য

No comments:

Post a Comment