Saturday, July 13, 2013

এক মাসে দু-দু’বার বাজার থেকে ধার করার এমন নজির সাধারণত দেখা যায় না। কিন্তু বেহিসেবি খরচে রাশ না টানার ফলে শুধু জুলাই মাসেই রাজ্য সরকার দু’বার ধার করতে বাধ্য হলো । গত ২রা জুলাই রিজার্ভ ব্যাঙ্ক থেকে ১হাজার কোটি টাকা ধার করেছিল রাজ্য সরকার। সেই ধারের রেশ কাটতে না কাটতেই ১৪দিনের মাথায় ফের রিজার্ভ ব্যাঙ্ক থেকে আরও ১হাজার কোটি টাকা ধার করতে চলেছে রাজ্য সরকার। আগামী ১৬ই জুলাই রিজার্ভ ব্যাঙ্ক থেকে ফের ধার নেওয়া হচ্ছে ১হাজার কোটি টাকা। আর্থিক বছর (২০১৩-১৪) সবে তিন মাস ১১দিনে পড়েছে। তার মধ্যেই রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকার বাজার থেকে পাঁচবার ধার করে নিয়েছে। গত ১৮ই জুন ২হাজার কোটি টাকা, ২১শে মে ১হাজার কোটি টাকা, ১৪ই এপ্রিল ১হাজার কোটি টাকা বাজার থেকে রাজ্য সরকারের ধার করা হয়ে গেছে। যার অর্থ, আর্থিক বছরের তিন মাসের মধ্যেই তৃণমূল কংগ্রেস সরকার বাজার থেকে ৬হাজার কোটি টাকা ধার করে নিল।

Ganashakti

No comments:

Post a Comment