Saturday, July 13, 2013

নিজস্ব প্রতিনিধি: নয়াদিল্লি, ১২ই জুলাই— জেল বা পুলিস হেফাজতে থাকা কোনো ব্যক্তি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না বলে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে, তার সঙ্গে দ্বিমত পোষণ করেছে সি পি আই (এম) পলিট ব্যুরো। এই রায় নাগরিকদের গণতান্ত্রিক অধিকার লঙ্ঘন করবে বলে পলিট ব্যুরো অভিযোগ করেছে। জনপ্রতিনিধিত্ব আইনের ৮(৪) ধারাকে অবৈধ ঘোষণা করে আরো একটি রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। তার উদ্দেশ্যকে স্বাগত জানিয়েও পলিট ব্যুরো বলেছে, এই রায়ের ফলেও কিছু প্রশ্ন উঠেছে। সেই রায়েরও পর্যালোচনা হওয়া উচিত। সুপ্রিম কোর্টের দুই সদস্যের বেঞ্চ নির্দেশে বলেছে, জেল বা পুলিস হেফাজতে থাকা কোনো ব্যক্তি নির্বাচনে দাঁড়াতে পারবে না। পলিট ব্যুরো বলেছে, কোনো বিচারাধীন ব্যক্তি যিনি কোনো অপরাধে দোষী সাব্যস্ত হননি অথবা পুলিস হেফাজতে থাকা কোনো ব্যক্তি যিনি এখনও বিচারেরই মুখোমুখি হননি, দণ্ডপ্রাপ্তও নন, তাঁকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। রাজনৈতিক কর্মীদের বিরুদ্ধে অনেক সময়েই সাজানো মামলা চাপিয়ে দেওয়া হয়। এছাড়াও জেলে রয়েছেন লক্ষ লক্ষ বিচারাধীন ব্যক্তি। আইনি ও বিচারবিভাগীয় ব্যবস্থার অদক্ষতা ও পক্ষপাতের জন্য তাঁরা অন্যায়ভাবেই তাঁদের মৌলিক স্বাধীনতা থেকে বঞ্চিত হচ্ছেন। শীর্ষ আদালতের রায়ের বড় আকারে অপব্যবহারের আশঙ্কা রয়েছে। কাউকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে আটকানোর জন্য শাসক দল ও সরকার তাঁকে বন্দী করে রাখতে পারে। পলিট ব্যুরো বলেছে, এই রায় বিচারবিভাগের অতি প্রসারতা এবং এই রায় বাতিল হওয়াই উচিত।

Ganashakti

No comments:

Post a Comment